শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

দরিদ্র ছানাউল ও অসহায় আউয়াল এর পাশে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

এস এল টি তুহিন, বরিশাল : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ছোট বেলায় ১ বছর বয়সে বাড়ির উঠনে ধান সিদ্ধ করার চুলায় পড়ে গিয়ে দুইটি পা আগুনে পুরে যায়। অল্পের জন্য জীবনে বেচে গেলেও ১৪ বছর আগুনে পোড়া ক্ষত-র সাথে যুদ্ধ করে অবশেষ পা দুটো কেটে ফেলতে হয়। জীবনের তরে পঙ্গু হয়ে যায় ছানাউল। জীবনের সাথে অনবরত যুদ্ধ করে পড়াশোনা চালিয়ে যান এবং অবশেষে  ডিগ্রি পাশ করেন। পাশ করে একটি এনজিওতে চাকরি করতেন বিবাহিত জীবনে তার স্ত্রী, ১ পুত্র এবং ১ কন্যা সন্তান নিয়ে ভালোভাবেই জীবন কাটাতে থাকে তিনি। এরমধ্যে এনজিও প্রোজেক্ট শেষ হয়ে গেলে বিপাকে পড়েন ছানাউল ও তার পরিবার। বিষয়টি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নজরে আসলে আজ ৫ জুলাই মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ব্যবসা করার জন্য তার হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় মোঃ আব্দুল আউয়াল হোসেন নামের এক সবজি বিক্রেতা কে ওজন যন্ত্র ও নগদ ৩ হাজার টাকা সহায়তা প্রদান করে জেলা প্রশাসক। আউয়াল ঢাকায় একটি ফ্যাশন হাউজ চাকরি করতেন। করোনাকালিন সময়ে লকডাউন চলাকালীন তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে নিজ বাড়িতে ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনা ডান হাত ভেঙ্গে যায়। অপারেশন করে হাতে একটি বড়ো রড দিয়ে দেওয়া হয়েছে। এখন সে কিছুটা সুস্থ হলেও সাবা বিক জীবনে ফিরতে পারছেনা। আউয়াল এর ১ ছেলে ও দুই মেয়েকে নিয়ে কষ্টে জীবন অতিবাহিত করছে। জীবিকা নির্বাহের জন্য বর্তমানে সে সবজি বিক্রি করে পরিবারের মুখে খাবার জোটাচ্ছ। বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন সহচরী এর নজরে আসলে জেলা প্রশাসক বরিশাল এর নজরে আনলে আজ তাকে এই সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মুশফিকুর রহমান,  অংমাচিং মারমা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ সহচরী সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার নিজ হাতে এই অর্থ সহায়তা ও পরিমাপ যন্ত্র তুলে দেন দরিদ্র ছানাউল ও অসহায় আউয়াল এর হাতে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS