বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন প্রকল্পের ৫১২জন কর্মচারী খেয়ে না খেয়ে প্রেসক্লাবে কেটে দিলো ৪০দিন, তবুও মেলেনি কোনো সাড়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

নিজস্ব প্রতিনিধি (ছবি) হাসুঃ মৎস্য অধিদপ্তরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)”-এর সরাসরি নিয়োগপ্রাপ্ত ৫১২ জন কর্মচারীর চাকুরি রাজস্ব করণের দাবিতে 8০তম দিনের মত মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচী পালিত করছেন। সকালে জাতীয় প্রেসক্লাবের সমানে “ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদ”র কর্মসূচী শুরু হয়। বক্তারা বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে জাতীয় বেতন স্কেল ১৬তম গ্রেডে সরকারি নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করেন। দীর্ঘ ০৭ (সাত) বছর চাকুরি করার পর গত ৩০ শে জুন, ২০২২ খ্রি: তারিখে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এই প্রশিক্ষিত দক্ষ জনশক্তিকে রাজস্বখাতে স্থানান্তরের সহায়ক “প্রধানমন্ত্রীর নিদের্শনা, প্রকল্পের ‘ডিপিপিতে উল্লেখ’ ও ‘সকল পরিপত্র” থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের যথাযথ পদক্ষেপের অভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। এই অবস্থায় এ সকল দক্ষ জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS