টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, লাউফুলা গ্রামের মোস্তফা আলীর ছেলে তানভীর (৯) ও প্রবাসী হাফিজুর রহমানের ছেলে জিহাদ ইসলাম (১২)। তারা দুজনই স্থানীয় আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, ‘সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় অপর শিশু লিমন বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply