মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরিশালে  চেকপোস্ট বসিয়ে পুলিশের নিরাপত্তা জোরদার 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৫৪ Time View

বরিশাল এস এল টি তুহিন: বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন এলাকার বিভিন্ন স্থালে চেক পোস্ট বসিয়ে হোন্ডা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন চেক করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান মুকুল। গত(১৫জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিরোধিতাকারীরা যেন কোনো রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, এমন একটা ঘটনা ঘটানো হবে,যাতে ২৫ তারিখে আমরা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে না পারি। বিরোধিতাকারীরা কী করবে, তা কিন্তু আমরা জানি না। এরই ধারাবাহিকতায় (২১জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতম কর্মকর্তার নির্দেশে কাউনিয়া থানাধীন মরকখোলার পোল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থালে চেকপোস্ট বসানো হয়েছে। বরিশালের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, পুলিশ কমিশনার নির্দেশক্রমে আগামী ২৫ শে উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। তবে সেতুর উদ্বোধনকে ঘিরে বিভিন্ন স্থানে নাশকতা ঘটনার আশঙ্কায় দেশজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা,বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট পয়েন্টে অফিসার ফোর্সদের সহায়তায় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS