ইমরান আল মাহমুদ,উখিয়া: কল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি সেক্টরে জ্ঞান নির্ভর চর্চা প্রয়োজন বলেছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার(১৫ জুন) সন্ধ্যায় উখিয়ার ইনানী রয়েল টিউলিপ বীচ রিসোর্ট এন্ড স্পা হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২২-২৩) স্বাক্ষর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন,”১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মাধ্যমে মঞ্জুরী কমিশনের উন্নতি সাধিত হয়। এখানে জ্ঞানের সৃজন হবে, জ্ঞানের বিকাশ হবে। অর্থাৎ স্বায়ত্তশাসনের মাধ্যমে মঞ্জুরী কমিশন পরিচালিত হয়। মঞ্জুরী কমিশনের এডমিনিস্ট্রেশন লেভেল থেকে শুদ্ধাচার রাখতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম গঠন নিয়ে গ্রুপ ডিসকাশন প্রয়োজন। এক বিশ্ববিদ্যালয় আরেক বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কারিকুলাম ঠিক করতে হবে। পারফরম্যান্স বেইজড বাজেট করা উচিত। উপাচার্যদের মর্যাদা যেনো আরও বাড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। মানসম্মত শিক্ষা যাতে যুগোপযোগী হয়, সেদিকে নজর দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিনিয়র শিক্ষকদের ক্যাম্পাসে সরকারীভাবে রাখার ব্যবস্থা করতে হবে। কারণ, শিক্ষার্থীদের যেকোন ঝামেলা নিরসনে প্রশাসনের চাইতে একজন সিনিয়র শিক্ষক সফল ভূমিকা পালন করে। কল্যাণ মূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি সেক্টরে জ্ঞান নির্ভর চর্চা প্রয়োজন। সফট স্কীল বিষয় নিয়ে বাস্তবিক জ্ঞান সম্পন্ন সিলেবাস প্রনয়ণ, শিক্ষার্থীদের স্কীল ডেভেলপমেন্ট এর জন্য নানা বিষয়ে শর্ট কোর্স প্রনয়ণ প্রয়োজন।”
শিক্ষামন্ত্রী আরও বলেন,”যে সকল শিক্ষার্থীদের ব্রেক আপ স্টাডি আছে, তাদের যোগ্যতায় যেনো পড়ালেখার সুযোগ পায়। কমিউনিকেশন, থিংকিং এন্ড প্রবলেম সলভ করতে কোলাবেরশন আমাদের খুব প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডা. দিল আফরোজা বেগম।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি’র সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন,মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার,এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply