
২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা আজ শনিবার সম্পন্ন হয়েছে।
তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহাবুব-উল-আলম।
এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”
বিশেষ অতিথি ছিলেন মেজর ইমরোজ আহমেদ, সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, সব্যসাচী জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জি+, বাংলাদেশ বর্ডার গার্ড, মির্জা সিফাত-ই-খোদা, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
প্রতযিোগতিার ফলাফল সংক্ষপে:
সিনিয়র বিভাগ বভিাগ: পুরুষ/মহিলা
পুরুষ/মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন: আনসার (পদক প্রাপ্তি: স্বণ-২৮টি, রোপ্য-০৬টি এবং তাম্র-০১ মোট ৩৫ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।
প্রথম রার্নাসআপ: বিজিবি (পদক প্রাপ্তি: স্বণ-০৫টি, রোপ্য-০৬টি এবং তাম্র-০১ মোট ১২ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ )
দ্বিতীয় রার্নাসআপ: বিকেএসপি (পদক প্রাপ্তি: স্বণ-০৩টি, রোপ্য-০২টি এবং তাম্র-০৭ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ)
জুনয়ির বভিাগ: পুরুষ/মহিলা
পুরুষ/মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন: বিকেএসপি (পদক প্রাপ্তি: স্বণ-১৬টি, রোপ্য-০১টি মোট ১৭ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন)
প্রথম রার্নাসআপ: কক্সবাজার জেলা (পদক প্রাপ্তি: স্বণ-০৭টি, রোপ্য-০৬টি মোট ১৩ টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ)
দ্বিতীয় রার্নাসআপ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (পদক প্রাপ্তি: স্বণ-০৬টি, রোপ্য-০২টি এবং তাম্র-০৪ মোট ১২ টি পদক পেয়ে দ্বিতীয় রার্নাসআপ)
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, রেফারি, কোচ, খেলোয়াড় ও পৃষ্ঠপোষকদের প্রতি আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply