সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সমাধিতে মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের বিনম্র শ্রদ্ধা মুস্তাফিজ ইস্যুতে কঠোর সিদ্ধান্ত: বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহক আস্থার প্রতিফলন: দুই দিনে উত্তোলন ১০৭ কোটি, নতুন আমানত ৪৪ কোটি টাকা হরিপুরে খুচরা সার ডিলারগন র্নিবাহী অফিসে স্মারক লিপি প্রদান করেছেন রাজধানীর মিরপুরে বর্জ্য ব্যবস্থাপনায় জে-ড্রাম স্থাপন ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন ভ্যাটের সকল পেপার রিটার্ন e-VAT System এ এন্ট্রি দেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ময়মনসিংহ র‍্যাব-১৪কর্তৃক অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় ভিডিপি দিবস উদযাপন

ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা, থানায় মামলা

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করে তাদের হাত থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগকে ছিনিয়ে নিল তাঁর অনুসারীরা। এ ঘটনায় কাউন্সিলরসহ সোহাগসহ ১০ জনের নাম উল্লেখ করে ২৫ জনের নামে মামলা দায়ের করেছেন থানা পুলিশ। ২ জানুয়ারি শুক্রবার রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন কিলো-৯ ডিউটি পালন করার সময় গোপন সংবাদে জানতে পারে গাছতলাঘাট মাছ বাজার সংলগ্ন সোহাগ কাউন্সিলরসহ তাঁর অনুসারীরা অবস্থান করছে। সোহাগ কাউন্সিলর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হওয়ায় এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সোহাগ কাউন্সিলরকে গ্রেপ্তার করলে তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে কাউন্সিলরকে ছিনিয়ে নেয়। এ সময় সোহাগ কাউন্সিলর এর অনুসারীদের হামলায় এসআই শাহাদাত হোসেন, আসিবুল হক ভূইয়া, এসআই জহুরুল ইসলাম আহত হয়। এ ঘটনায় ভৈরব থানা পুলিশ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনসহ ২৫ জনের মামলা করে। মামলায় আসামিরা হলেন, গাছতলাঘাট এলাকার পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ (৪৭), তার সহধর্মিনী শামীমা আক্তার (৩৫), মো. উজ্জ্বল মিয়া (২৭), উজ্জ্বল মিয়া (২২), ফরহাদ মিয়া (২৭), নাদিম মিয়া (২৩), রাকিব ওরফে চাতমী রাকিব (২৪), জনি মিয়া (২৩), কায়েফ (২০) ও  সুমন মিয়া (৪৫)।

এ বিষয়ে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বলেন, সোহাগ কাউন্সিলর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি মামলার আসামি। সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোহাগ কাউন্সিলরকে ধরতে গিয়ে আমিসহ আরো ২ জন এসআই আহত হয়। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান আকন্দ জানান, ভৈরবে ডেভিল হান্ট অপারেশন ফেইজ-২ পরিচালনা করা হচ্ছে। চিহ্নিত আওয়ামী লীগের  একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ কাউন্সিলর আওয়ামী লীগের একজন স্বক্রীয় নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে বলে আমাদের কাছে একাধিক তথ্য রয়েছে। সোহাগ কাউন্সিলরকে ধরতে গেলে তার সাঙ্গপাঙ্গরা পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। ভৈরব থানার ৩ জন এসআই আহত হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS