
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জিটিভি’র সিনিয়র রিপোর্টার মো. বায়েজিদ হোসেনের মাতা আছিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) সকাল ৭ টায় বরিশালের আগৈলঝাড়ায় থানায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের ফকির বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে।
বায়েজিদ হোসেনের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply