
এডিট করে ছবি দিয়ে
বানায় পরকীয়া,
এই ভাবে সংসার ভাঙে
আমাদের ছোট মিয়া।
এডিট করে কণ্ঠের কথা
বানায়ে দেশদ্রোহী,
নিজেকে দারুণ তুলে ধরে
মনে হয় এটা ওহী।
এআই প্রযুক্তি ব্যবহার করে
সমাজের কুৎসিত চিত্র,
ডিজিটাল হতে স্মার্ট বাংলায়
পরিণত দিবারাত্র।
এভাবে কিছুকাল চলতে থাকলে
আত্মীয়তার বন্ধন হবে শেষ,
এআইয়ের সঠিক সিদ্ধান্তই
মুছতে পারবে সকল দুঃখ ক্লেশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply