এডিট করে ছবি দিয়ে
বানায় পরকীয়া,
এই ভাবে সংসার ভাঙে
আমাদের ছোট মিয়া।
এডিট করে কণ্ঠের কথা
বানায়ে দেশদ্রোহী,
নিজেকে দারুণ তুলে ধরে
মনে হয় এটা ওহী।
এআই প্রযুক্তি ব্যবহার করে
সমাজের কুৎসিত চিত্র,
ডিজিটাল হতে স্মার্ট বাংলায়
পরিণত দিবারাত্র।
এভাবে কিছুকাল চলতে থাকলে
আত্মীয়তার বন্ধন হবে শেষ,
এআইয়ের সঠিক সিদ্ধান্তই
মুছতে পারবে সকল দুঃখ ক্লেশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved