
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের একাংশ দেশে শান্তি-শৃঙ্খলা কেড়ে নিচ্ছে। ১৯ ডিসেম্বর প্রেরিত এক বিৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, ও ওয়াজেদ রানা উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগ-ভাঙচুর লুটপাট, সাংবাদিক নূরুল কবীরের উপর হামলা, খুলনায় প্রেস ক্লাবের সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে পিটিয়ে হত্যা করে হিন্দু যুবকের লাশে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে মানুষকে স্বস্থিতে থাকবার-বাঁচবার গ্যারান্টি দিন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ আরো বলেন, ৫ আগস্টের আগেও ক্ষমতালিপ্সুরা রাজনীতির নামে অপরাজনীতি করেছে, এখানো করছে। শুধু তা-ই নয়; অসভ্য-বর্বরদেরকে ৫ আগস্টের চেয়েও ভয়ংকরভাবে পরাজিত করবে বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষ। যারা রাজনীতির নামে অপরাজনীতি-দুর্নীতি-সন্ত্রাস চায় না বলেই অতিতের ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। একইভাবে যদি দেশকে অস্থিতিশীল করে কোনো গোষ্ঠি ফায়দা হাসিল করতে চায়, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব বাংলাদেশের সাহসী জনতা আবারো দেবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply