ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ঃ
আইএফআইসি ব্যাংক পিএলসি এর বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০১৫ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ “পরিবর্তনের পরিক্রমায় এক বছর” শীর্ষক এক বিশেষ টাউন হল সভার আয়োজন করেন। সভাটি ব্যাংকটির প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হল থেকে সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্টিত হয় যাতে অংশ গ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকগণ ও ব্যাংকের সকল কর্মকর্তাগণ।
প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব মোঃ গোলাম মোস্তফা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা সহ উপব্যবস্থাপনা পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, শাখা ও উপশাখা ব্যবস্থাপকগণ সহ সর্বস্তরের কর্মকর্তাগণ।
উক্ত সভায় গত এক বছরে ব্যাংকের বিভিন্ন সূচকে অর্জিত অগ্রগতি ও উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরা হয়। পাশাপাশি, ব্যাংকের টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা খেলাপি ঋণ পুনরুদ্ধার, ব্যবসা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি আগামী বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত পরিচালকগণ তাদের বক্তব্যে আইএফআইসি ব্যাংককে দেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন তার বক্তব্যে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, সকল অংশীদারের স্বার্থ সংরক্ষণ এবং একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক হিসেবে সমাজ ও দেশের প্রতি ব্যাংকের দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি গত এক বছরে অর্জিত বিভিন্ন সাফল্যের জন্য বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সকল কর্মকর্তাকে ব্যাংকের উন্নয়নে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভার অন্যতম আকর্ষণীয় অংশ ছিল “আমার আইএফআইসি, আমার স্বপ্ন”। এই পর্বে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা ব্যাংকসংক্রান্ত বিভিন্ন চিন্তা, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন, যার ওপর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরাসরি আলোচনা করেন। এছাড়াও সভায় একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য শেয়ার করেন।
Design & Developed By: ECONOMIC NEWS