আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ২০২৫ ঢাকার ফার্মগেট কেআইবি কমপ্লেক্স, কৃষি খামার সড়কে তিন দিনব্যাপী দেশের বৃহৎ ও বর্ণাঢ্য “ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৫” আয়োজন করবে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল-রিসোর্টসহ পর্যটন শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন ভ্রমণ সম্পর্কিত প্যাকেজ, ভিসা প্রসেসিং ও পরামর্শ, এয়ার টিকেটিং, হোটেল বুকিং, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, মেলা উপলক্ষে বিশেষ মূল্য ছাড়, ট্যুর ও ট্রাভেল সেবা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি জানতে পারবেন।
আয়োজকরা জানান, বাংলাদেশে পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। ‘বিশ্ব জিডিপিতে পর্যটন খাতের অবদান ১১ শতাংশ। এশিয়ার অনেক দেশের অবদান ৬ শতাংশের বেশি। মালদ্বীপ, নেপাল ও ব্যাংককের জিডিপিতে বড় অবদান রাখছে পর্যটন খাত। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অন্য কোনো দেশের চেয়ে কোনো অংশে কম নয়। তবে প্রচারের অভাবে আমাদের পর্যটন খাত সেভাবে অবদান রাখতে পারছে না।’ দেশের পর্যটন খাতকে ব্যাপকভাবে এগিয়ে নিতে এবারের ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশাবাদী। ট্যুরিজম ফেয়ারে ১২০টি স্টল থাকবে। ফেয়ারে অংশ নেবেন দেশি-বিদেশি বিশিষ্ট ব্যবসায়ী, পর্যটন ব্যক্তিত্ব। ফেয়ারের প্রথম দিনে থাকবে বাংলাদেশ নিয়ে উপস্থাপনা, পর্যটন খাত নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে ব্যবসায়ী পর্যায়ে আলোচনার জন্য আলাদা আলাদা সেশন থাকবে। ট্যুরিজম, হসপিটালিটি ও এভিয়েশন বিষয়ে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে।
ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। ফেয়ার সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এ মোতালেব শরীফকে চেয়ারম্যান, বাংলা ইভেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ ও কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক মজনুকে কো- চেয়ারম্যান এবং গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার এর মিডিয়া পার্টনার চ্যানেল আই।
Design & Developed By: ECONOMIC NEWS