ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেন ১২শ’ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৮১ পয়েন্ট কমে ১ হাজার ১৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৪টি কোম্পানির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।
এ দিন ডিএসইতে মোট ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৩.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৫১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩২.৬৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট বেড়ে ৯৫৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৬.১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১১টি কোম্পানির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
সিএসইতে ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
Design & Developed By: ECONOMIC NEWS