মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

জাতীয় সংসদের শিক্ষকদের জন্য ৩০টি আসন বরাদ্দ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ২২/০৮/২০২৫ তারিখে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ভূক্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যৌথ  সভা সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন।

সভায় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষ্যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানের দাবি জানানো হয়। শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য অবসর বয়স ৬৫ বছর করা এবং সংসদে শিক্ষক নেতৃত্বের প্রয়োজনে ৩০টি সংসদীয় আসন বরাদ্দের দাবিতে ৭ই অক্টোবর ২০২৫ ঢাকায় মহাসমাবেশের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সভাপতি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়াম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের চাকুরীর নিরাপত্তা নেই, আর্থিক নিশ্চয়তা নেই, সামাজিক মর্যাদা নেই। ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে উন্নত পাঠদানে সক্ষম হচ্ছে না এবং শিক্ষার গুনগত মান বৃদ্ধি হচ্ছে না। শিক্ষার গুনগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকুরী জাতীয়করণের বিকল্প নেই। অবিলম্বে শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, নগর-মহানগর শিক্ষকদের যৌক্তিক নগর-মহানগর ভাতা, চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। এছাড়াও তিনি শিক্ষকদের জন্য জাতীয় সংসদে ৩০টি আসন বরাদ্দের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন (পিরোজপুর), অধ্যাপক কাজী মোঃ মাইন উদ্দিন (ঢাকা), অধ্যাপক আব্দুল আউয়াল (টাঙ্গাইল), অধ্যাপক আমজাদ হোসেন (ময়মনসিংহ), অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (ফরিদপুর), অধ্যাপক মোশাররফ হোসেন লিটন (চাঁদপুর), অধ্যাপক মঞ্জুরুল ইসলাম (দিনাজপুর),  মোল্লা নজরুল ইসলাম (গাজীপুর), অধ্যক্ষ রুহুল আমিন বেপারী (বরিশাল), অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার (সিলেট), অধ্যাপক মনিরুল হক বাবুল (খুলনা), অধ্যক্ষ কামরুন নাহার লিজি (ঝিনাইদহ), অধ্যাপক উসমান গণি (চট্টগ্রাম), অধ্যক্ষ মকবুল হোসেন (যশোর), বাশিস প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক (কুমিল্লা), মোঃ শিহাবুর রহমান (মৌলভী বাজার), মোঃ আয়েন উদ্দিন (কুষ্টিয়া), বি.জি নওশের (নরসিংদি), ইমরুল কায়েস (ফরিদপুর), ইউসুফ আলী (নাটোর), শহিদুর রহমান (বাগেরহাট) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS