বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনী প্রার্থীদের আয়কর রিটার্নে প্রার্থীদের সহায়তায় এনবিআরের উদ্যোগ তারেক রহমানের দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক বলে মন্তব্য প্রেস সচিবের পোস্টাল ভোট বিডি অ্যাপে ৭ লাখ ১৭ হাজার ভোটারের নিবন্ধন নগদ সহায়তার মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর দাবি বিটিএমএ-র স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডিবিএ ২৬ ডিসেম্বর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন মিছিল করে নাশোকতার মামলায় ছাত্রলীগ সভাপতি সুজন সহ গ্রেফতার ০৭ রাজিবপুর সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালিত বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবলে ময়মনসিংহ জেলা সেরা

জুলাইয়ে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। কিন্তু গত অর্থবছরের (২০২৪-২৫) জুলায়ে রাজস্ব আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা।

আগের অর্থবছরের জুলাই তুলনায় চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আহরণ বেশি হয়েছে পাঁচ হাজার ৩৩৩ কোটি টাকা। সেই হিসেবে রাজস্ব আহরণ প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ কথা জানান। 

গত জুলাইয়ে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হয়েছে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে জানিয়ে আল-আমিন শেখ বলেন, গত জুলাইয়ে ভ্যাট খাত থেকে রাজস্ব আহরণ হয় ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইয়ে এই খাতে রাজস্ব আহরণ হয়েছিল আট হাজার ৫৭১ কোটি টাকা। এসময়ের ব্যবধানে ভ্যাটে রাজস্ব আহরণ বেড়েছে ৩২ দশমিক ৪৫ শতাংশ।

আয়কর ও ভ্রমন কর খাতে গত জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছে ছয় হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইয়ে একই খাতে রাজস্ব আহরণ ছিল পাঁচ হাজার ১৭৫ কোটি টাকা। এসময়ে ব্যবধানে আয়কর ও ভ্রমন করে রাজস্ব আহরণ বেড়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া আমদানি ও রপ্তানি খাতে চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইয়ে একই খাতে রাজস্ব আহরণ ছিল আট হাজার ১৭০ কোটি টাকা। এসময়ের ব্যবধানে আমদানি ও রপ্তানিতে রাজস্ব আহরণ বেড়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS