বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ার ১০ শর্ত প্রত্যাহার ও ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ বায়রার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম, বিভাগীয় কমিশনার গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে জেলার গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহীন মাহমুদের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইবুনালে মামলা ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিবারের ব্যক্তিগত এবং ব্যাংক হিসাবে নথিপত্র তলব করে চিঠি দিয়েছে দুদক ভৈরবে চালের কুড়ার বস্তার আড়ালে রাখা ভারতীয় জিরা উদ্ধার গাজীপুরে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেড কেমিক্যাল কারখানায় আগুন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উৎস সন্ধ্যা ২০২৫’ দিনাজপুর-১ আসনের বিএনপি-র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাত কর্মদিবস পর আজ সূচক উত্থানে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১ Time View

গত সাত কর্মদিবসের পর আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ফিরেছে। এদিন ডিএসইএক্স বেড়েছে ৩৫ দশমিক ৯১ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ২৭৪ কোটি টাকা। তবে এদিন কমেছে লেনদেনের পরিমাণ।

শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা ১২ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৬০ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে। এতে সূচকের গতিও কমে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টা ১৫ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২০ পয়েন্ট। পরে সূচকটির গতি আরও বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ দশমিক ৯১ পয়েন্ট। দিনশেষে সূচক বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৫০ দশমিক ২৪ পয়েন্টে। 

টানা তিনদিনের উত্থানের পর গত সাত কর্মদিবস ধরে সূচক ডিএসইএক্স পতন হয়েছিল। গত সাত কর্মদিবসে ডিএসইএক্সের পতন হয় ২২২ পয়েন্ট। গত ৩ আগস্ট ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৫৩৬ দশমিক ১৪ পয়েন্টে। এর আগে তিন কর্মদিবস সূচকটির উত্থান হয় ২৩৭ পয়েন্ট। গত ২৯ জুলাই ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ২৯৮ দশমিক ৪৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক সাত দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৬৩ দশমিক ১৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৭৩ দশমিক ৮১ পয়েন্টে। 

Advertisement

আজ লেনদেন হয়েছে ৭০৩ কোটি দুই লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৬৮৩ কোটি তিন লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ১০ হাজার ৪০৮ কোটি ৬৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৮টির এবং কমেছে ১৫৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ৩৪ কোটি ৭২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ২৩ কোটি ৯০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৬৬ লাখ টাকা, রহিমা ফুডের ১৪ কোটি ৪৫ লাখ টাকা এবং সী পার্ল বিচের ১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোড ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৬৬ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS