স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামিম মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট ) বিকালে উপজেলার চনপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে চনপাড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন চনপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদার,চনপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আকন,চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ান,চনপাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।
বক্তারা জানান,গত ১৮ মার্চ অটোরিকশা চালক হাসিব হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুবদল নেতা শামিম মিমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
কোনো তদন্ত ছাড়াই শামিম মিয়াকে বহিষ্কার করা হয়েছে।কেন্দ্রের এ সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।শামিম মিয়া গত ১৭ বছর আওয়ামীলীগের হামলা মামলার শিকার হয়েও দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।শামিম চনপড়া কে মাদকমুক্ত করতে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে।তাই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মাদক কারবারিরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply