দিনাজপুরঃ– উন্নয়নশীল দেশের কাতার থেকে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে রূপকল্প রচিত হয়েছে, তার বাস্তবায়নও শিক্ষার্থীরাই করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে সোনার বাংলায় গড়তে সোনার মানুষ চেয়েছিলেন। সেই সোনার মানুষ হবে আজকের শিক্ষার্থীরা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা, ত্যাগ তিতিক্ষার পর সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করেছে। যা বাস্তবায়ন হবে জুন মাসেই। আর পদ্মা সেতু উদ্বোধন করেই আমরা দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থার একটা পরিবর্তন করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন সেটা বাস্তবে রুপায়িত করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সকল ধর্মের মানুষও সমান অধিকার নিশ্চিত করেছে।
১১ এপ্রিল বুধবার দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার-এর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কেবিএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আকতার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল মুঈদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply