নিজস্ব প্রতিবেদকঃ ১৯ জুলাই ২০২৫ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাব এর সামনে বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে দুর্নীতি, চাঁদাবাজি ও মবসন্ত্রাস দমন করো, বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী, স্থায়ী কৃষি কমিশন গঠন, জাতীয় মজুরি কমিশন গঠন, মোবাইলে ইন্টারনেটে ডাটা ও মিনিটের মেয়াদ বাতিল, বিদ্যুৎ বিলের মিটার চার্জ ও সার্ভিস চার্জ বাতিল, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চালু করার দাবিতে মানববন্ধন করা হয়।
বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলন (বিজিএমএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার লিজার পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজাম্মেল হক তাজেম, বাংলাদেশ গণতান্ত্রীক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ছাত্র বিষয়ক সাধারণ সম্পাদক ও শিক্ষানিবেশ আইনজীবী নকিবুল হক নকিব, বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদের সহ-প্রচার সম্পাদক মোঃ মনজুর হোসেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply