রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

জুলাই শহীদ দিবস উপলক্ষে জাগপা’র স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫


নিজস্ব প্রতিবেদকঃ জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)’র উদ্যোগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মীর মুগ্ধসহ সকল শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জাগপা’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জুলাই বিপ্লবের ১ বছর পার হলেও খুনি আওয়ামী ফ্যাসিবাদীদের যে দমন করা যায়নি আজকের গোপালগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে। আওয়ামী দোসর খুনি সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে আবু সাঈদ সহ জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচার সম্পন্ন করতে হবে এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনিমার্ণে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের স্লোগান ও বক্তব্য জুলাই বিপ্লবের স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করছে। স্লোগানরতদের ভিডিও দেখে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে জাগপা’র পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান আরো বলেন, দেশে নতুন করে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হচ্ছে। এ মতপার্থক্য দূর করে দেশকে স্থিতিশীল করার একমাত্র উপায় দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঘোষিত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতিকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন।

জাগপা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)’র সহ-সভাপতি এম এ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রোকন উদ্দিন হাজারী, পরিবেশবিদ জহিরুল ইসলাম, নগর সভাপতি হোসেন মোবারক, নগর সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপা’র সভাপতি এম এ নাসিম পাপ্পু, কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, রইচ উদ্দিন, এম এ হাশেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS