আবারও ফিরছে ‘কাবিলা-পাশা-হাবু-শিমুল’দের আড্ডার ঝলক। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার দেখা যাবে ইউটিউবে, সম্পূর্ণ বিনামূল্যে।
১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে নতুন সিজনের পর্বগুলো। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট।
পরিচালনার পাশাপাশি এবার প্রযোজনায়ও আছেন অমি। তার প্রযোজনা সংস্থা বুম ফিল্মসের ইউটিউবেই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। অমি বলেন, ‘ওটিটি মানের এই কনটেন্ট অনেকেই ইউটিউবে দেখতে চেয়েছেন। দর্শকদের কথা ভেবেই ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, শুধু প্রমোশনাল কনটেন্ট দিয়েই বুম ফিল্মস ইউটিউবে ছয় লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে বোঝা যায়, দর্শকের আগ্রহ কতটা প্রবল।
এর আগে গত মাসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর প্রথম আট পর্ব মুক্তি পায় বঙ্গ অ্যাপে। অমি বলেন, ‘অ্যাপে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে। এবার দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছে ইউটিউবে। এরপর টিভিতেও যাবে। আমি চাই কাজটি সব প্ল্যাটফর্মে পৌঁছে যাক।’
টিভি দর্শকদের জন্য সুখবর হলো—১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই ধারাবাহিক। ভোর ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচারও দেখানো হবে।
সিজন ৫-এ এবারও অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ পরিচিত মুখেরা।
একই গল্প, নতুন মোড়—‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ কতটা জমে, তা জানতে চোখ রাখতেই হবে ইউটিউব বা টিভির পর্দায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply