ভারতের শিল্পজগতের অনন্য রত্ন ছিলেন রতন টাটা। সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন তিনি। ভারতের মহিরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। ৮৬ বছরের জীবদ্দশায় কখনও বিয়ের পিঁড়িতে বসেননি প্রয়াত রতন টাটা। কেন তিনি আজীবন অবিবাহিত ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
রতন তার প্রেমজীবনের কথা প্রকাশ্যে এনেছিলেন নিজেই। জানিয়েছিলেন, তার মনের দরজায় প্রেম কড়া নেড়েছিল চারবার। কিন্তু বিভিন্ন কারণে তা পূণর্তা পায়নি। তাই এর পর আর বিয়ের কথা ভাবেননি তিনি। মনপ্রাণ সব দিয়েছিলেন টাটা গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার কোনো প্রেমই বিয়ের পর্যায়ে পৌঁছতে পারেনি। স্ত্রী, সন্তান বা পরিবার না থাকায় অনেক সময় একাকিত্ব বোধ করেছিলেন। আবার কাউকে নিয়ে চিন্তা করতে হচ্ছে না, এটা ভেবে নিজের স্বাধীনতাটাও উপভোগ করেন।
তিনি বলেছিলেন, ‘যদি আপনি জিজ্ঞেস করেন, আমি কখনও প্রেমে পড়েছি কিনা- তবে আমি বলব, বিয়ে করার বিষয়ে আমি চারবার গুরুত্বসহকারে ভেবেছিলাম এবং প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছিলাম।’ তিনি যখন যুক্তরাষ্ট্রে ছিলেন, সে সময় এক নারীর প্রেমে পড়েছিলেন। ঠিক করেছিলেন, অর্ধাঙ্গিনী হিসেবে যদি কাউকে বেছে নেন, তা হলে তাকেই নেবেন। তবে সেই সম্পর্কও টেকেনি। রতন টাটা ভারতে ফিরে আসার কারণে বিয়ে করতে পারেননি তারা।
শোনা যায় বলিউডের এক লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন রতন টাটা।
১৯৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার প্রাক্তন। এরপর বেশ কিছু দিন তিনি ছিলেন বিদেশে। তবে ‘টারজান গোজ টু ইন্ডিয়া’ ছবির মধ্যে দিয়ে সকলের নজর কেড়ে নেন অল্প বয়সেই। পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর।
সত্যজিত রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে শুরু করে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’-এ অভিনয় করতে দেখা যায় তাকে। বুঝতে পেরেছেন এবার, তিনি কে? তিনি আর কেউ নন বলিউডের বোল্ড বিউটি সিমি গারেওয়াল।
বলিউডের আনাচকানাচ সাক্ষী, তার সঙ্গেই প্রেম ছিল টাটার। পরে তা ভেঙে যায়। কেন সেই প্রেম ভেঙেছিল তা আজও অজানা।
২০১১ সালে এক সাক্ষাৎকারে রতন টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি। বলেছিলেন, ‘রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে। ও খুব ভালো মানুষ।’
৮৬ বছর বয়সে রতন টাটার চলে যাওয়ায় ভীষণ ভেঙে পড়েছেন ৬২ বছর বয়সি বলিউড অভিনেত্রী সিমি গারেওয়াল। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) সিমি লেখেন- ‘তারা বলে তুমি চলে গেছো। তোমাকে হারানোর ক্ষতি সহ্য করা খুব কঠিন… খুব কঠিন… বিদায় আমার বন্ধু।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply