সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৮ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৯ জুন) প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৪ কোটি ৫০ লাখ টাকার ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংক ২ কোটি ৯২ লাখ টাকার, এবি ব্যাংক ২ কোটি ৫৬ লাখ টাকার এবং ফাইন ফুডস ২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply