পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে হারে বাড়ছে। গত ২৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৬ শতাংশ। তবে শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত এ কোম্পানির কাছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, কোম্পানিটির গত ০৭ মে শেয়ারদর ছিল ৭৪ টাকা ৮০ টাকা। আর গতকাল বুধবার (১৮ জুন) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ১০২ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২৭ টাকা ২০ বা ৩৬ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply