সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিএস ক্যাবলসের।
সোমবার (২৬ মে) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আর ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইনান্স ৯ দশমিক ৩০ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৬ দশমিক ৩৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ৬ দশমিক ০৬ শতাংশ,এস আলম কোল্ড রোল ৬ দশমিক ০৫ শতাংশ,ফরচুন সুজ ৫ দশমিক ৬৩ শতাংশ ,দেশবন্ধু পলিমার ৫ দশমিক ৫৬ শতাংশ ও ইস্টার্ন লুব্রিক্যান্ট ৫ দশমিক ০০ শতাংশ দর বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply