ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফাতেমা বেগম (২৮) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply