কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এ মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন বর্ষা। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, শুভ্র সাদা রঙের পোশাকে।
কানে নারী সেলিব্রেটিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দ্য ওয়ার্ল্ড উইমেন কানস এজেন্ডা’য় নিজের মনোভাব ইংরেজিতে প্রকাশ করেন বর্ষা।
এর আগে একই অনুষ্ঠানে ১৪ মে অভিনেত্রীকে দেখা যায়, জাতীয় পতাকার রঙের একটি শাড়ি পরে দ্যুতি ছড়াতে। বিশ্বের নামি-দামি প্রযোজক ও অভিনেত্রীদের সঙ্গে মতামত বিনিময় করেন।
একজন নারী সেলিব্রেটি হিসেবে নিজের কাজের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন তিনি। তাই কাজের মাধ্যমে লিঙ্গ বৈষম্য, নারীর ক্ষমতায়নকে তুলে ধরতে চান বর্ষা।
এ প্রসঙ্গে বর্ষা বলেন, সিনেমা একটি বড় প্ল্যাটফর্ম, যেখানে নিজের মতামত শুধু দেশে নয়, বিশ্বের প্রতিটি দেশের ভক্তের কাছেও তুলে ধরা যায়। দেশ ও ভাষা ভিন্ন হলেও মানুষের সঙ্গে অনুভূতি দিয়ে সংযোগ তৈরি করা যায়। সিনেমার মাধ্যমে বলা একটি ভালো গল্প এ চ্যালেঞ্জ সহজেই নিতে পারে।
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর এ জুটি ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply