ফের ওয়েব সিরিজে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আর সেটা পরিচালনা করছেন ভিকি জাহেদ।
কিন্তু সেই প্রতিবেদনে জানানো হয়, সিরিজটির নাম ‘আজাদ’।
তবে নতুন খবর হচ্ছে, পরিবর্তন হয়েছে সিরিজটির নাম, নতুন করে নামকরণ করা হয়েছে ‘আকা’। একই সঙ্গে এই সিরিজে যুক্ত হয়েছেন মাসুমা রহমান নাবিলা। এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।
নিশো-ভিকির জুটি এর আগে ‘পুনর্জন্ম’ নাটক নির্মাণ করে সাড়া ফেলেছেন। নতুন এই সিরিজের গল্প একই প্যাটানের। যদিও এখনই এই সিরিজ নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে চায় না সিরিজ সংশ্লিষ্টরা।
এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ওয়েব দুনিয়ার ফিরছেন আফরান নিশো। নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি সময় ‘সাড়ে ষোলো’ শিরোনামে হইচইয়ে একটি ওয়েব সিরিজ মুক্তি পায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। তবে সিরিজটি সাড়া ফেলতে ব্যর্থ হলে আর নতুন কোন সিরিজে দেখা মেলেনি এই তারকা অভিনেতার। নতুন এই ‘আকা’ সিরিজটিও দেখা যাবে হইচইতে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply