সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ মেটেরিয়ালের শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ড্রাগন সোয়েটারের শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইলস লিমিটেড, বিচ হ্যাচারি, আইসিবি এএমএসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, লাফার্জহোলসিম, ইভেন্স টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply