সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে চট্টগ্রাম নগরের বাকলিয়ার ডাবল মার্ডার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় গ্রেপ্তার হওয়া মো. বেলাল ও মানিক নামে আরও দুই আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়াও চান্দগাঁও থানাধীন তাহসীন হত্যা মামলায়ও সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পৃথক আদালত।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এবং ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথকভাবে এ আদেশ দেন।
পুলিশ জানায়, বাকলিয়া থানায় জোড়া খুনের মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রবিবার দুপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় কারাবন্দি সাজ্জাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply