দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ এপ্রিল) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে শাইনপুকুর সিরামিক্স ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে বিচ হ্যাচারি।
আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসসি, স্কয়ার ফার্মা, নাভানা ফার্মা, ইস্টার্ণ হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, উত্তারা ব্যাংক এবং এবি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply