নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ রঞ্জু ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের একোয়েস্টেট পাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মোস্তাক আহমেদ রঞ্জু গাইবান্ধা পৌরসভার একোয়েস্টেট পাড়ার মিন্টু মিয়ার ছেলে এবং খান মো. সাইদ হোসেন জসিম শহরের মহুরি পাড়ার মতিন মিয়ার ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “ডেভিল হান্ট অপারেশনে মোস্তফা আহমেদ রঞ্জু ও জসিম নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনের মামলা রয়েছে। শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply