সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এক যুবক নারীদের পেটাচ্ছেন। রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী ওই যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মো. রাসেল হোসেনকে (৩০) রাজধানীর মতিঝিল এলাকা থেকে আটক করা হয়।
ডিবি জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে আটক করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরনের কথা বলে ও সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই সব ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে। এরপর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা প্রকাশ করে নেটিজেনরা।
আটক হওয়া রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply