সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ মার্চ) বসুন্ধরা পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ। আর ৯ দশমিক ৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, শাইনপুকুর সিরামিকস এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply