নাটোরের লালপুরে বাবা মিন্টু আলীর ট্রলির (ট্রাক্টর) চাপায় মুরসালিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা মিন্টু আলী জানান, তিনি ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে দৌঁড় দিয়ে বাড়ির বাহিরে আসে ছেলে মুরসালিন। অসাবধানতাবশত মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply