কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাকিতে মুরগি বিক্রির টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে বিক্রেতাকে।
সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা মসজিদের সামনে মুরগি বিক্রেতা দিলদার মিয়াকে পেটানোর ঘটনা ঘটেছে বলে তথ্য দিয়েছেন টেকনা থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
দিলদার মিয়া (৪৮) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার আব্দুস সোবহানের ছেলে। মনিরঘোনা স্টেশনে তার মুরগি বিক্রির দোকান রয়েছে।
বিষয়টি জানার পর ওসি গিয়াস উদ্দিন কথা বলেছেন দিলদার মিয়ার স্বজন ও ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে। তাদের বরাত দিয়ে ওসি বলেন, কিছুদিন আগে একই এলাকার আবুল হাশেমের ছেলে আব্দুল হাকিম বাকিতে মুরগি কেনেন দিলদার মিয়ার দোকান থেকে। দিলদার মিয়া পাওনা টাকার জন্য কয়েকবার তাগাদা দিলেও আব্দুল হাকিম টাকা দেননি।
সোমবার (৩ মার্চ) দুপুরে মনিরঘোনা মসজিদের সামনে আব্দুল হাকিমকে পেয়ে পাওনা টাকা চান দিলদার মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল হাকিম ও তার সঙ্গে থাকা লোকজন মিলে দিলদার মিয়াকে মারধর শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার পালংখালী স্টেশনের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি গিয়াস উদ্দিন বলছেন, ঘটনার পর থেকে আব্দুল হাকিমসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
দিলদার মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply