সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ মার্চ) ডিএসইতে শাইনপুকুরের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এটিসি টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গোল্ডেন হার্ভেস্ট, দেশবন্ধু পলিমার, ইস্টার্ণ ক্যাবলস, ন্যাশনাল পলিমার, ডেসকো এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply