ইমরান আল মাহমুদ,উখিয়া: রোহিঙ্গা ও স্থানীয়দের নানা সমস্যার কথা নিজেই শুনলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ম্যারি এলিজাবেথ ও সফরসঙ্গীরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজাওয়ান হায়াত,১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
ডেনমার্কের রাজকুমারী প্রথমে ক্যাম্প-৫ পরিদর্শন করেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এর ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য অবলোকন করেন। পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্প-০৬ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ড্যানিশ রিফিউজি কাউন্সিল কর্তৃক ডি-৮ ব্লক এবং বি-৮ ব্লকের প্রায় ২০টি নতুন শেড পরিদর্শন করেন।
এ সময় তিনি বেশ কিছু রোহিঙ্গা শিশু’র সাথে ছবি উঠান। পরে দীর্ঘ দুই ঘন্টা রোহিঙ্গা কো-অরডিনেশেন সেন্টারে অবস্থান করেন ম্যারি এলিজাবেথ। রোহিঙ্গা কো-অরডিনেশেন সেন্টারে আরআরআরসি কমিশনার, সকল ক্যাম্প সিআইসি ও অন্যান্য কর্মকর্তাগনের সাথে মতবিনিময় করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। পরে ৯ জন রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেন রাজকুমারী এলিজাবেথ।
এসময় তাদের নিকট থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারের কথা শুনেন। সেখানে তিনি ডিআরসি কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন করেন এবং বনায়নের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে সবুজ পরিবেশ পুনরুদ্ধার করার উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্পে ড্যানিশ রিফিউজি কাউন্সিল এর অন্যান্য কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রোহিঙ্গা ক্যাম্প সফর শেষে ম্যারি এলিজাবেথ উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়িতে ডিআরসি’র একটি প্রকল্পের উপকারভোগী শামসুন্নাহারের বাড়িতে উঠান বৈঠক করে ১০টি পরিবারের উপকারভোগী মহিলাদের সাথে কথা বললে রোহিঙ্গা আসার পর থেকে ক্ষতি ও পানির সমস্যা এবং নানা প্রতিবন্ধকতার কথা জানান তারা(উপকারভোগীরা)।
বৈঠক শেষে বিকেলে রাজকুমারী কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।
এদিকে, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সফরকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানান ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।
উল্লেখ্য,তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা যায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply