দিনাজপুরঃ- মুজিববর্ষ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলায় ১ হাজার ৮৫৬ টি অসহায়-দরিদ্র পরিবার পায় স্বপ্নের নীড়। এর মধ্যে সদর উপজেলায় ৭০ জন ভুমিহীন ও গৃহহীন বাড়ী পেলো।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভুমিহীন ও গৃহহীন অসহায় দরিদ্র পরিবারকে জমির দলিল, নামজারি খতিয়ান ও গৃহের সনদ, চাবী হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলায় এক সাথে গৃহহীনদের মাঝে গৃহ উপহার দেওয়া হয়। জেলায় ১ হাজার ৮৫৬টি পরিবারকে নতুন বাড়ী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
উল্লেখ, দিনাজপুর জেলায় মোট ১০ হাজার ৬১৮টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন বাড়ী উপহার দেয়া হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৪ হাজার ৭৬৪টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩ হাজার ১২৫টি নতুন বাড়ী দেয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে দিনাজপুর জেলায় মোট ২ হাজার ৭২৯টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন বাড়ী দেয়া হবে। এর মধ্যে মঙ্গলবার (২৬ এপ্রিল)জেলায় ১ হাজার ৮৫৬টি পরিবারকে নতুন বাড়ী দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ৭০ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। পরবর্তীতে সদরে আরও ১৫০জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply