ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি এরশাদ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সাবেক সচিব ইসমাইল হোসেন। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
সাবেক সচিব ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য। তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply