সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান ও সাবেক এমপি সাদেক খানের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ রোববার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাজধানীর ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য তাদের কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম (১৩)। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত আক্রমণে আহত হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরের দিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৩ অক্টোবর নিহতের মা জাহানারা বেগম ধানমন্ডি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply