বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বয়স্কদের টার্গেট করে অভিনব কৌশলে প্রতারণা চুয়াডাঙ্গায় প্রতারক চক্রের এক সদস্যকে খুঁজছে পুলিশ সুনামগঞ্জের দিরাইয়ের বদলপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫ জন আহত চলতি কর বছরে অদ্যাবধি ৩০ লাখের বেশী করদাতা ই-রিটার্ন দাখিল করেছে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়/২০২৫ সালের ফলাফল ঘোষণা শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন আমীরে জামায়াত কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জন দলীয় সিদ্ধান্ত অমান্য: রুমিন ফারহানাসহ ৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের শোক

শেষ মুহূর্তের রোমাঞ্চে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ক টিক করে ঘড়ির কাঁটার মতো সময় এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। সে হিসেবে শেষের অপেক্ষায় আরও একটি বছর। ২০২৪ সালে বাংলাদেশের পুরুষ ফুটবলের হিসাব মেলাতে গেলে ভেসে উঠবে শুধু ব্যর্থতা। সুযোগ ছিল ঘরের মাঠে মালদ্বীপকে হারিয়ে শেষটা রাঙানোর। সেটাই করেছে বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচে হারিয়েছে মালদ্বীপকে। এর ফলে জয় দিয়ে বছর শেষ হলো হাভিয়ের কাবরেরা শিষ্যদের।

আজ শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে মজিবুর রহমান জনি, পাপন সিং ও মালদ্বীপের হয়ে গোল করেন আলি ফাসির। আগামী বছরের মার্চের আগে আর কোনো খেলা নেই বাংলাদেশের। মার্চে সৌদি আরবে এশিয়ান কাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে, ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ইসা ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব। ১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে, লাফিয়ে ওঠে তা প্রতিহত করেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে, সেই শট বারের ওপর দিয়ে চলে যায়।

অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে, মালদ্বীপ গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় বাংলাদেশকে।

তবে, কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে বাংলাদেশকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরেই দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। তবে, ভাগ্য সহায় হয়নি। রাকিবের গোল অভিমুখে করা শট লাফিয়ে ওঠে সেভ করেন মালদ্বীপ গোলরক্ষক হুসেইন শরীফ। ৫৩তম মিনিটে আলি ফাসিরের নিশ্চিত গোল ঠেকিয়ে বাংলাদেশকে ফের একবার রক্ষা করেন গোলরক্ষক মিতুল।

৮৪তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে হাতছাড়া করেন অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা। ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ তিনি। যার ফলে হতাশায় ডুবতে হয় সমর্থকদের। অনেকেই তখন জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে, রোমাঞ্চের ছিল তখনও বাকি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। সুবার সাব হয়ে মাঠে নেমেই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন পাপন সিংহ। শাহরিয়ার ইমনের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান তিনি। তার গোলেই জয়ের হাসি নিয়ে মাঠে ছাড়েন ফুটবলাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS