সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ আদেশ দেন।
রিমান্ড শেষে আদালতে আনা হয় আনিসুল হককে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাকে কারাগারে রাখার আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে আনিসুল হককে কারাগারে পাঠান।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরের দিন ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর কয়েক দফা রিমান্ড শেষে আবারও (৩০ অক্টোবর) শাহবাগ থানায় করা ভোট চুরির মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply