নিজস্ব প্রতিবেদকঃ ভুটান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পারস্পরিক নাগরিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটি এর চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী।
১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার বেলা ৩টায় ঢাকাস্থ ভুটান দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সাথে মানবাধিকার কর্মীদের এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার সোসাইটি এর ভাইস চেয়ারম্যান কবি ও গবেষক প্রদীপ মিত্র, কবি ও সম্পাদক অশোক ধর, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, কবি জামসেদ ওয়াজেদ প্রমুখ। এসময় ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেন, ভুটান সবসময় বাংলাদেশের সাথে আছে ও থাকবে। তিনি জাতীয় মানবাধিকার সোসাইটির কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply