বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

“অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ” গঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ৩১/০৮/২০২৪ খ্রি. তারিখ শনিবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ আজাদ সেন্টারে “অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ” এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ মাইন উদ্দীন এর সভাপতিত্বে উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ বিগত সময়ে দেশের শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষম্যের কথা উল্লেখ করে সভায় বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত সকলে তাদের আলাদা বক্তব্যে শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিন যাবৎ চলমান বৈষম্য সমূহ নিরসনকল্পে কার্যকরী পদেক্ষেপসহ সংস্কার অত্যাবশ্যক মর্মে আলোচকবৃন্দ গুরুত্বের সাথে সভায় উল্লেখ করেন।

উপস্থিত সকলের উপস্থিতিতে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরনের লক্ষ্যে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরনের জন্য একটি পেশাজীবী শিক্ষক সংগঠনের আবশ্যকতার বিষয়ে সভায় ঐক্য মত পোষন করেন। অধ্যক্ষ উপাধ্যক্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

নিম্নবর্নিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হলো:
১। অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন — আহবায়ক
২। অধ্যক্ষ ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ — যুগ্ম আহবায়ক
৩। অধ্যক্ষ মোঃ ইমাম জাফর — যুগ্ম আহবায়ক
৪। অধ্যক্ষ ড. মুহাম্মদ ইকবাল হোসাইন ভঁূইয়া — যুগ্ম আহবায়ক
৫। অধ্যক্ষ এস এম আনিসুল হক — যুগ্ম আহবায়ক
৬। অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান — যুগ্ম আহবায়ক
৭। অধ্যক্ষ ড. মহিউদ্দিন — কোষাধ্যক্ষ
৮। উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান — মহাসচিব
৯। মুফতী মোঃ বদিউল আলম সরকার — সদস্য
১০। অধ্যক্ষ ড. মোঃ এ কে আজাদ — সদস্য
১১। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন — সদস্য
১২। অধ্যক্ষ এম এ মতিন — সদস্য
১৩। অধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন সরকার — সদস্য
১৪। অধ্যক্ষ মোঃ ওমর আলী — সদস্য
১৫। অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান — সদস্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS