নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী আন্দোলন কে কেন্দ্র করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। এর সাথে এ আন্দোলনের সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় সংগঠনটি ।
আজ ১২ আগস্ট সোমবার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোকাদ্দেম হোসেন, চেয়ারম্যান কমান্ডার মোস্তফা ও মহাসচিব এম. এ. নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সকল সদস্যগণকে প্রান্তিক পর্যায়ে আইন-শৃঙ্খলারক্ষা করার সার্বিক দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি থানাসহ আইনশৃঙ্খলা
রক্ষাকারী সকল সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সারাদেশের গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানাচ্ছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply