ভোলায় এক সপ্তাহে বিষধর ৮টি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। হঠাৎ লোকালয়ে আসা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে সদর উপজেলার শিবপুর চায়না ইপিজেড বালুর মাঠে একটি, তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কাচারি বাড়ির সামনে একটি ও বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের জসিম হাওলাদারের বাড়িতে একটি রাসেলস ভাইপার পাওয়া যায়।
আগের দিন বুধবার (১৯ জুন) বিকেলে জেলার তজুমউদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় একটি সাপ ধরা পড়ে। মঙ্গলবার (১৮ জুন) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে পাকার মাথা এলাকায় বাড়ির পাশে রাসেলস ভাইপার পাওয়া যায়। ওই দিন রাতেই দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের জালু মাঝির ঘর থেকে আরও একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়।
এর আগে ১৬ জুন রোববার লালমোহন উপজেলার সৈয়দাবাদ এলাকার একটি বাড়িতে ও মনপুরার মেঘনা পাড়ে আরও দুইটি সাপ দেখা যায়। একের পর এক বিষাক্ত এ সাপ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেয়ার কারণে হয়তো সাপগুলো লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি।’
জেলার সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামান সর্তক থাকার পরামর্শ দিয়ে বলেন, এই সাপ বিষাক্ত। বিষক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply