নিজস্ব প্রতিবেদকঃ এখন পর্যন্ত টুকি-টাকি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সুপ্রীম কোর্টের নির্বাচন চলছে তবে অজানা আতংক সবার মুখে মুখে।
যতটুকু ধারণা করা যায়, বিএনপি সমর্থিত নীল ও সরকার সমর্থিত সাদা প্যানেলের মধ্যে প্রতিদ্বন্ধীতা হচ্ছে। তবে নীল প্যানেল এগিয়ে আছে বলে গুন্জন রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, শান্তিপূর্ণ হলে নীল প্যানেলের নিরংকুশ বিজয হবে।জাতীয় ও ঢাকা বারের পদাংক অনুসরণ করে সরকার ভোট ডাকাতির পদক্ষেপ গ্রহণ করলে ফলাফল ভিন্ন হয়ে যেতে পারে। তবে আইনজীবীদের মধ্যে নিরপেক্ষ ভোটের পক্ষে প্রবল জনমত রয়েছে।
নীল প্যানেলে সভাপতি পদে বারের ৭ বারের সাবেক সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে বারের ৩ বারের সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল। অপর দিকে সাদা প্যানেলের সভাপতি প্রার্থী হচ্ছেন ঢাকা বারের সাবেক সভাপতি,আওয়ামী লীগ নেতা এড আবু সাইদ সাগর আর সম্পাদকে এড শাহ মন্জুরুল হক।

দিনভর উভয় প্যানেলের প্রার্থী ও নেতৃবৃন্দরা নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত ছিলেন। বিএনপি ও ফোরাম নেতা এড এজে মোহাম্মদ আলী,ব্যারিষ্টার কায়সার কামাল,এড আবেদ রাজাসহ নেতৃবৃন্দরা প্রচারণায় ব্যস্ত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply