শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমান হাদীর চেতনা ধারণ করে আধিপত্যবাদভুক্ত দেশ গঠন করতে হবে : জাতীয় ঐক্য জোট নেতৃবৃন্দ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের দোয়া মাহফিল মাধবপুর, ডেভিল হান্ট, ফেজ-২ অভিযানে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার  প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের টেলিফোনে কথা রূপগঞ্জে পুলিশের অভিযানে দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেফতার বিমান চলাচল রুটে ড্রোন উড়াতে বেবিচকের নিষেধাজ্ঞা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ এআইয়ের কুফল: তাছলিমা আক্তার মুক্তা অনিবার্য কারণে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন

৭০০ কোটি টাকার সাবর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ Time View

ব্যাংকের ‘টিয়ার II’ ক্যাপিটাল বেস বাড়ানোর লক্ষ্যে ৭০০ কোটি টাকার সাবর্ডিনেটেড বন্ড বাজারে ছেড়েছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগকারীরা এখন এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকটি ব্যালেন্সশিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করায় এই বন্ডটি ব্যাংকটির ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রিকয়্যারমেন্ট মেটাতে সহায়তা করবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম ১০ লাখ টাকার বন্ড ক্রয়ের মাধ্যমেই এই বন্ডে বিনিয়োগ করতে পারবে। স্থানীয় ও আন্তর্জাতিক রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জনকারী, দেশের অন্যতম শক্তিশালী ও টেকসই ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এই বন্ডটি দেশের সকল বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত নিরাপদ বিনিয়োগ সুযোগ। আকর্ষণীয় রিটার্ন রেট হওয়ায় এই বন্ডের গ্রাহকরা অধিক আয়ের সুযোগ পাবেন। এছাড়াও গ্রাহকরা মুনাফার ওপর ৫% হ্রাসকৃত অগ্রিম আয়কর (AIT) থেকে উপকৃত হওয়ার পাশাপাশি তাঁদের আয়ের ওপরও দিতে হবে না কোনো আবগারি শুল্ক।

এই সাত বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি-রিডিমেবল, কুপন-বিয়ারিং, ফ্লোটিং রেট-বেজড বন্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত।

বন্ডের কুপন ইন্টারেস্ট রেট হিসেবে “রেফারেন্স রেট (সর্বোচ্চ এফডিআর রেটের গড়) + ৩% মার্জিন” কে নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ রেফারেন্স রেটের ভিত্তিতে কুপন রেট ছয় মাস অন্তর অন্তর পুনরায় নির্ধারণ করা হবে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কুপন রেট ১০.৯৭%- তে উন্নীত হয়েছে, যা বিদ্যমান অন্যান্য বিনিয়োগ বিকল্পগুলোর তুলনায় অধিক লাভজনক। বন্ডের প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করা শুরু হবে তৃতীয় বছর থেকে। এভাবে প্রতিবছর প্রিন্সিপাল অ্যামাউন্টের ২০% করে পরিশোধ করা হবে এবং বন্ডের বিনিয়োগকারীরা অর্ধবার্ষিক-ভিত্তিতে কুপন ইন্টারেস্ট পাবেন।

এই বন্ডে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে বলতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সকল বিনিয়োগকারীদের, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সঞ্চয়কারীদের বিনিয়োগের সুযোগ দিতে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বন্ডের বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুবিধা দিতে আমরা ইন্ডাস্ট্রিতে বিদ্যমান এফডিআর রেটের তুলনায় বন্ডে ৩% বেশি ইন্টারেস্ট দিচ্ছি। তৃতীয় বছর থেকে ২০% হারে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ এবং ৬ মাস পর পর মাসিক কুপন ইন্টারেস্ট রেট প্রদান গ্রাহকদের জন্য লাভজনক হবে।”

তিনি আরও বলেন, “বছরের পর বছর ধরে ব্র্যাক ব্যাংক আস্থা ও নির্ভরতায় এমন একটি উচ্চতায় পৌঁছে গিয়েছে, যেখানে গ্রাহকরা নিশ্চিন্তে ব্যাংকে তাদের অর্থ বিনিয়োগ করতে পারেন। এ কারণেই আমরা গ্রাহক ও বিনিয়োগকারীদের এই সুবর্ণ বিনিয়োগ সুযোগ নিতে উত্সাহিত করছি, যা তাঁদের একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।”

এই বন্ড পরিচালনায় ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড লিড অ্যারেঞ্জার এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ট্রাস্টি হিসেবে কাজ করছে। বন্ড সম্পর্কে যেকোনো তথ্যের জন্য বিনিয়োগকারীদের ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চে গিয়ে বা bond@bracbank.com- এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS